SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

গতবর্ধমানের বেচারহাটে বস্তা কারখানায় ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখা বেশ কয়েক কিলোমিটার দুর থেকেও দেখা যাচ্ছে। আগুনের ভয়াবহতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। কিন্তু আগুনের তীব্রতার কাছে দমকলের মাত্র তিনটি ইঞ্জিন যথেষ্ট নয়। আগুনের ফলে জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। দমকল আধিকারিকদের বক্তব্য, গত দশ বছরে এরকম ভয়াবহ আগুন বর্ধমানে দেখা যায়নি। দশ বছরে এরকম ভয়াবহ আগুন বর্ধমানে দেখা যায়নি।

বর্ধমানের বেচারহাটে বস্তা কারখানায় ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখা বেশ কয়েক কিলোমিটার দুর থেকেও দেখা যাচ্ছে। আগুনের ভয়াবহতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। কিন্তু আগুনের তীব্রতার কাছে দমকলের মাত্র তিনটি ইঞ্জিন যথেষ্ট নয়। আগুনের ফলে জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। দমকল আধিকারিকদের বক্তব্য, গতবর্ধমানের বেচারহাটে বস্তা কারখানায় ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখা বেশ কয়েক কিলোমিটার দুর থেকেও দেখা যাচ্ছে। আগুনের ভয়াবহতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। কিন্তু আগুনের তীব্রতার কাছে দমকলের মাত্র তিনটি ইঞ্জিন যথেষ্ট নয়। আগুনের ফলে জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। দমকল আধিকারিকদের বক্তব্য, গত দশ বছরে এরকম ভয়াবহ আগুন বর্ধমানে দেখা যায়নি। দশ বছরে এরকম ভয়াবহ আগুন বর্ধমানে দেখা যায়নি।


                     Sk Md Samim sms




Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments