বর্ধমানের রথতলাতে গাড়ির উপর আলকাতরা ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনায় মারা গেলেন ২শিশু ও ৩ মহিলা ৭ জন
Exclusive Photo
বর্ধমানের রথতলাতে গাড়ির উপর উল্টে গেল
আলকাতরা ভর্তি ট্যাঙ্কার
বর্ধমানে গাড়ি ও ট্যাঙ্কারের দুর্ঘটনায় মারা গেলেন হাওড়া আরপিএফ -এর ইন্সপেক্টর রাজেন কুমার সিং,তার স্ত্রী রেশমী সিং এবং তাদের পুত্র আরব সিং ।
Sk Md Samim sms
Sk Md Samim sms
Exclusive Photo
বর্ধমানের রথতলাতে গাড়ির উপর উল্টে গেল
আলকাতরা ভর্তি ট্যাঙ্কার
বর্ধমানে গাড়ি ও ট্যাঙ্কারের দুর্ঘটনায় মারা গেলেন হাওড়া আরপিএফ -এর ইন্সপেক্টর রাজেন কুমার সিং,তার স্ত্রী রেশমী সিং এবং তাদের পুত্র আরব সিং ।
Sk Md Samim sms
গাড়ির উপর আলকাতরা বোঝাই ট্যাঙ্কার, পিষে মৃত্যু ৪ জনের বর্ধমান, ২২ মার্চ : চলন্ত গাড়ির উপর উলটে গেল আলকাতরা বোঝাই একটি ট্যাঙ্কার। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ির মধ্যে আটকে থাকা আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলার কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।আজ সকালে ট্যাঙ্কারটি দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। আর উলটো দিক থেকে আসছিল গাড়িটি। রথতলা ব্রিজের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় ট্যাঙ্কারটি। সেখানে কোনও ডিভাইডার না থাকায় উলটো লেনে চলে আসে সেটি। সেসময় দুর্গাপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। ট্যাঙ্কারটি উলটো লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। আর গাড়িটির উপর উলটে যায় ট্যাঙ্কারটি। চাপা পড়েন গাড়ির যাত্রীরা। চাপা পড়া যাত্রীদের মধ্যে চার জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।খবর পেয়ে পৌঁছেছে দমকল ও বর্ধমান থানার পুলিশ। উদ্ধারকাজে তাদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রা। এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।মৃত যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি।
Sk Md Samim sms
0 Comments