SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

যাত্রীদের ফেলে পালিয়ে গেল শিলিগুড়িমুখি খারাপ বাসের চালক 

সেখ মহাঃ সামিম SMS: বর্ধমান : বন্যায় বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ৷ ট্রেন বন্ধ৷ সবেমাত্র বৃহস্পতিবার ধর্মতলা থেকে শিলিগুড়ির বাস সার্ভিস চালু হয়েছে৷ আর এমনই এক বাসে শিলিগুড়ির পথে রওনা দিয়ে চরম দুর্ভোগের মুখে পড়লেন ৬০ যাত্রী৷ যাত্রীদের মধ্যে ছিলেন এক ক্যান্সার আক্রান্ত মহিলাও৷ খারাপ হয়ে যাওয়া বাস ফেলে পালিয়েই গেল চালক -কর্মীরা৷ তা-ও গভীর রাতে , জিটি রোডের ধারে৷ রাত ৮টায় ধর্মতলা থেকে ছাড়ার কথা ছিল বেসরকারি পরিবহণ সংস্থার বাসটির৷ কিন্ত্ত বাস ছাড়ে রাত সাড়ে এগারোটা নাগাদ৷ দুটো নাগাদ বর্ধমানের জিটি রোড লাগোয়া একটি পাম্পের পাশে বাসটি খারাপ হয়ে যায়৷ যাত্রীদের অভিযোগ , সে খবর তাঁদের প্রথমে জানানোই হয়নি৷ যখন জানতে পারেন , তখন দুর্ব্যবহার করেন বাসের চালক ও অন্যান্য কর্মীরা৷ যাত্রীদের রাস্তায় ফেলে পালিয়ে যায় বাসের সমস্ত কর্মীই৷ অসমের বাসিন্দা জিন্টু সাইকিয়া বলেন , ‘রাত সওয়া দুটো থেকে আমরা দাঁড়িয়ে৷ বাস খারাপের কথা আমাদের কিছু না জানিয়েই বাসের চালক , খালাসি সবাই পালিয়েছে৷ তার আগে আমাদের সঙ্গে বাজে ব্যবহারও করেছে৷ জল নেই , খাবার নেই৷ ট্রেনও চলছে না৷ কী ভাবে ফিরব , কিছুই বুঝতে পারছি না৷ ’চালক -খালাসি পালিয়ে যাওয়ার পর অসহায় যাত্রীরা গোটা রাত রাস্তাতেই ছিলেন৷ সকাল সাড়ে দশটা নাগাদ ওই জায়গা দিয়ে টহল দিচ্ছিলেন বর্ধমান সদরের ট্র্যাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়৷ যাত্রীদের দেখতে পেয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি৷ 

সদরের ট্র্যাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়৷
শম্পা ছেত্রী নামে এক মহিলা বলেন , ‘আমরা দীর্ঘদিন বাড়ি যেতে পারিনি৷ বাইরে কাজ করতাম৷ এখন ওখানে বন্যা৷ বাড়ি ফেরার জন্য বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম৷ তার পর এই অবস্থা !’ সকলেই এই অভিযোগ করেন৷ তাঁদের ত্রাতা হয়ে ওঠেন চিন্ময়৷ বাসের সব যাত্রীর জন্য খাবার জল , বিস্কুট , কেক ও চায়ের ব্যবস্থা করেন তিনি৷ টিকিট দেখে ‘বুবাই বাস সার্ভিস ’ নামে ওই বেসরকারি পরিবহণ সংস্থার সঙ্গে যোগাযোগও করেন৷ অবিলম্বে অন্য বাসের ব্যবস্থা করার কথা বলেন৷ কিন্ত্ত বেলা ১টা পর্যন্ত বাস আসেনি৷ তখন ঘটনাস্থলে আবার আসেন চিন্ময়৷ দুপুরে খাবারের বন্দোবস্ত করে দেন তিনি৷ 

 
VIDEO EXCLUSIVE 
 যাত্রীদের জিনিসপত্র দেখতে সিভিক ভলান্টিয়ারও মোতায়েন করেন৷ পরে তিনি বলেন , ‘সামান্য যা পেরেছি , সেটাই করেছি৷ বাসমালিকের সঙ্গেও কথা বলেছি৷ ওরা আশ্বাস দিয়েছেন , বিকেলের মধ্যেই অন্য বাস পাঠাবেন৷ ’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন , ‘ওসি ট্র্যাফিক খুব ভালো কাজ করেছেন৷ আইনের ঊর্ধ্বে যেমন কেউ নন , তেমনই মানবিকতারও একটা দিক আছে৷ ’ আসামের বাসিন্দা বাবলু হোসেন৷ অন্ধ্রপ্রদেশে কাজ করেন৷ দিন চারেক আগেই কলকাতায় ফিরেছিলেন বন্যার কথা শুনে৷ ফিরতে পারেননি বাস , ট্রেন না থাকায়৷ বাবলু বলেন , ‘যে ভাবে পুলিশ আজ আমাদের পাশে দাঁড়িয়েছে , তাতে আমরা অভিভূত৷’ সূরজ ছেত্রী বলেন , ‘পুলিশের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল৷ ’ 

বেসরকারি পরিবহণ সংস্থার মালিক বিশু সাহা বলেন , ‘পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্ত্ত বাসের এমন একটা যন্ত্র খারাপ হয়ে গিয়েছে , সেটা বর্ধমান ও দুর্গাপুরেও আমরা পাইনি৷ পরে কলকাতা থেকে যন্ত্রটি কিনে পাঠিয়েছি৷ অন্য বাসের ব্যবস্থাও করেছি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য৷ বাসের কর্মীরা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে জানতে পেরেছি৷ এটা ঠিক হয়নি৷ ’ ত্রাতা পুলিশ অফিসার৷
REPORT SK MD SAMIM SMS

Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments