আগামী সোমবার ইং ১৪.১০.২০২৪ তারিখে বর্ধমান শহরে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা কার্নিভাল-২০২৪। তাই জনসাধারণের সুবিধার্থে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পক্ষ থেকে মোটর ভেহিকল আইন অনুযায়ী আগামী সোমবার ইং ১৪.১০.২০২৪ তারিখে নিম্নে উল্লেখিত জায়গাগুলিতে চার চাকা গাড়ি, দুই চাকা গাড়ি বাস, টাউন সার্ভিস বাস, দূরপাল্লার বাস টোটো রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ।
Durgapuja Carnival Festival Announce
Durgapuja Carnival Festival Announce
Durgapuja Carnival Festival Announce
বর্ধমান শহরে ২০২৪ সালের দুর্গা পূজা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এই কার্নিভালটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে ১৪ই অক্টোবর। প্রতি বছরে ন্যায় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এ ধরনের কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে । রাজ্যজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে। নিরাপত্তা এবং অন্যান্য আয়োজন নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই কার্নিভালে বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের দুর্গা পূজা কমিটিগুলি অংশগ্রহণ করে । এবং সেরা সংগঠিত পূজা কমিটিকে পুরস্কৃত করা হবে।।
বর্ধমানে বড় বড় পুজোর কমেটি গুলো অংশগ্রহণ করে থাকে এবং সেরা সংগঠিত পূজা কমেটি গুলও কে পুরস্কৃত করা হয়ে থাকে। বর্ধমানে খ্যাত পূজা মন্ডল যেমন বড়নীলপুর সবুজ সংঘ, লাল্টু স্মৃতি সংঘ, বুড়িবাগান, রথতলা,কাঞ্চননগর, সার্কাস রোড, বর্ধমান শহরে নানা জায়গা থেকে অংশগ্রহণ করে থাকে। এবং রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দেখা অসংখ্য লোকের সমাগম দেখা মেলে।
লেখক: [তোমার নাম]
আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।
0 Comments