SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

পুলিশের অভিযানে আটক ৩৬ টোটো

সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ পূর্ব বর্ধমান : জাতীয় সড়ক ও জিটি রোডে টোটোর দৌরাত্ম্যে জেরবার সাধারণ মানুষ৷ বুধ ও বৃহস্পতিবার এই দু’দিন অভিযান চালিয়ে জেলা পরিবহণ আধিকারিক আবরার আলমের নেতৃত্বে ৩৬টি টোটো বাজেয়ান্ত করা হয়েছে৷

এদের মধ্যে বেশিরভাগই ২ নম্বর জাতীয় সড়ক ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে ধরা হয়েছে৷ বারেবারেই জেলাপ্রশাসন ও পরিবহণ দন্তরের পক্ষ থেকে টোটোচালকদের সতর্ক করা হয়েছিল৷ কিন্ত্ত তার পরেও কাজ না হওয়ায় এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন পরিবহণ দন্তরের আধিকারিকরা৷ বাজেয়ান্ত টোটোগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে , সে বিষয়ে এখনও নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি পরিবহণ দন্তর থেকে৷ তবে পরিবহণ দন্তরের অভিযানের পরেও জাতীয় সড়কে টোটো চালানো অবশ্য বন্ধ হয়নি৷ এদিনও উল্লাস থেকে বীরহাটা এলাকায় জিটি রোডে টোটো চলেছে৷ একই ভাবে উল্লাস মোড় , নবাবহাট , রথতলা , বামবটতলাফাগুপুর এলাকায় দেখা গিয়েছে টোটো চলাচল করতে৷ ফাগুপুরের রাস্তায় আবার নিয়ম ভেঙে উল্টো লেনেও চলেছে টোটো৷ জেলা পরিবহণ আধিকারিক আবরার আলম বলেন , ‘আমরা অভিযান শুরু করেছি৷ এর আগেও অভিযান হয়েছে৷ এখনও অবধি বাজেয়ান্ত হওয়া ৩৬টি টোটো আটক করে রাখা হয়েছে৷ সেগুলিকে আদৌ ছাড়া হবে কিনা সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিইনি৷ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব৷ ’ জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন , ‘যাতাযাতের সময়ে আমারও নজরে এসেছে বহু টোটো তার বহনমাত্রার বাইরে গিয়ে যাত্রী তুলছে৷ বিষয়টি আরটিও -কে দেখার জন্য বলেছি৷ শহরকে যানজট মুক্ত করতে এবং বিপজ্জনক ভাবে ঝুঁকির যাতায়াত বন্ধ করতে আমরা সমস্ত পদক্ষেপই কররা কথা ভেবেছি টোটোর বিরুদ্ধে৷ আইন মেনে চালালে কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়৷ ’বর্ধমান উন্নয়ণ সংস্থার চেয়ারম্যান ও বর্ধমান দক্ষিণের বিধায়ক ররিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন , ‘টোটো নিয়ে আমরা বারেবারেই আলোচনায় বসেছি৷ কিন্ত্ত সে ভাবে কড়া পদক্ষেপ করতে না পারাতেই এই সমস্যা বাড়ছে৷ আমার কাছে খবর আছে , শহরের অনেকেই আছেন যাঁরা টোটো কিনে অন্যকে দিয়ে সেগুলো চালিয়ে রোজগার করছেন৷ আমি প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছিলাম , যার টোটো তাঁকেই চালানোর অনুমতি দেওয়া হোক৷ ’৷

News Update:
Sk Md Samim sms Facebook

॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥



Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments