SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

যুবকের মৃত্যুতে ভাঙচুর নার্সিংহোমে । ধুন্ধুমার বর্ধমানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

ধুন্ধুমার বর্ধমানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ  জিটি রোড অবরোধ


সেখ মহাঃ সামিম sms ডেস্কঃ বর্ধমান : যুবকের মৃত্যুতে চিকিত্সায় গাফিলতির অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায়৷ রবিবার সকালে ওই যুবকের মৃত্যুর পর নার্সিংহোমের জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়৷ জিটি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা৷ সব মিলিয়ে রোগী মৃত্যু ঘিরে রবিবার সকাল থেকে গোটা এলাকায় রণক্ষেত্রের চেহারা নেয়৷ আতঙ্কে রোগীরা ওই নার্সিংহোম ছাড়তে শুরু করেন৷ পরে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে , মৃত যুবকের নাম সুমিত কুমার ঠাকুর (২৮ )৷ বাড়ি বর্ধমান শহরের দিঘিপুল এলাকার পাশিখানা এলাকায়৷ সুমিতের বাবা সুনীল ঠাকুর বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ৷ টিম নিয়ে এদিনই তিনি পুরুলিয়া রওনা হয়েছিলেন৷ ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ফিরে আসেন৷ সুমিত বর্ধমান পুরসভার নির্মল ঝিল শ্মশানের গ্যাস চুল্লির অপারেটর হিসাবে কাজ করতেন৷ সুমিতের প্রতিবেশী সৃজন কুণ্ডু জানান , বেশ কিছু দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন সুমিত৷ চিকিত্সকরা জানিয়েছিলেন , অ্যাপেন্ডিক্স হয়েছে৷ অপারেশন করতে হবে৷ সেই মতো গত শুক্রবার সুমিতকে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় ওই নার্সিংহোমে ভর্তি করা হয়৷ ওই দিনই তাঁর অপারেশন করা হয়৷ এদিন সকালে নার্সিংহোমের কোনও কর্মী কাছে না থাকায় সুমিত একাই বাথরুমে যান৷ সেখানে কোনও ভাবে জ্ঞান হারান৷ দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ বাড়ির লোকজনকে খবর দেননি বলে অভিযোগ৷ উল্টে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও ডাক্তারি কাগজপত্র ছাড়াই সুমিতকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানকার চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন৷ এ দিকে , সুমিতের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ মৃতের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা মৃত্যুর সঠিক কারণ জানতে নার্সিংহোমে হাজির হন৷ কিন্ত্ত তেমন কোনও উত্তর না পেয়ে নার্সিংহোম বন্ধ করে দেওয়া এবং কর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জিটি রোড অবরোধ করেন উত্তেজিত বাসিন্দারা৷ সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলে৷ এরই মাঝে ক্ষিন্ত ৷

অপারেশন থিয়েটার -সহ অফিস ঘরে বেপরোয়া ভাঙচুর চালায়৷ সেই সময় বেগতিক বুঝে মারধরের হাত থেকে বাঁচতে নার্সিংহোমের দোতলা ও তিনতলায় চার জন গুরুতর অসুস্থ রোগীকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান নার্সিংহোম কর্তৃপক্ষ৷ খবর পেয়ে পুলিশ তালা ভেঙে তাঁদের উদ্ধার করে পাশের একটি নার্সিংহোমে ভর্তি করে৷ এর মধ্যে ছিলেন গতকাল রাতে প্রসব করা এক মহিলা এবং প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকা এক মহিলাও৷ এমন অমানবিক দৃশ্য দেখে আরও ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা৷ অন্য দিকে , জিটি রোড অবরোধ এবং ভাঙচুরকে ঘিরে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেওয়ায় পুলিশ বাহিনী গিয়ে বেপরোয়া লাঠি চার্জ করে৷ ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে ১৬ জনকে৷ পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন , ‘এদিন ভাঙচুর , অবরোধের ঘটনায় যুক্ত বেশ কয়েক জনকে আটক করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এখন এলাকা শান্ত৷ ’৷
News Update By
Sk Md Samim sms

প্রতিটি তাজা আপডেট পেতে
ফেসবুকে-এর Sk Md Samim sms পেজে Click করুন ।

                   বর্ধমান খবর আ্যপস



               

Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments