SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমানে জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় তিন সঙ্গীতশিল্পীর।

সেখ মহাঃ সামিম sms পূর্ব বর্ধমান : গত বছর মার্চ মাসে বর্ধমানের কাছে গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রখ্যাত সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদের৷ 







তার একবছর পর বর্ধমানে জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় তিন সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা ঘটল৷ সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ বর্ধমান থানার তেজগঞ্জের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান দেবজ্যোতি হাজরা (৩৭ ), মৈত্রী হাজরা (৩২ ) ও লোটন বাগ (৩৫ )৷ তিন জনই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত৷ দেবজ্যোতি ও মৈত্রীর একটি গানের দল রয়েছে৷ লোটন তাঁদের সঙ্গে অক্টোপ্যাড বাজাতেন৷ রবিবার লাউদোহায় একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে বর্ধমানের নতুনপল্লির শতাব্দীবাগের বাড়িতে ফিরছিলেন তাঁরা৷ লোটনের বাড়ি তেলমারুই পাড়ায়৷ বাকিরা ট্রেনে ফিরলেও দেবজ্যোতি ও মৈত্রী ফিরছিলেন নিজেদের গাড়িতেই৷ সঙ্গে ছিলেন লোটন৷ রবিবার সারা রাত অনুষ্ঠান করে সোমবার দুর্গাপুর থেকে ভোর ৬টা নাগাদ গাড়ি নিয়ে রওনা দেন তাঁরা৷ গাড়ি চালাচ্ছিলেন দেবজ্যোতি৷ পাশের আসনে বসেছিলেন মৈত্রী৷ পিছনে বসেছিলেন লোটন৷ গাড়িটি বর্ধমানে ঢোকার পরই বিপত্তি বাধে৷ তাঁদের গাড়ির সামনে যাচ্ছিল দশ চাকার একটি লরি৷ তেজগঞ্জের কাছে আচমকাই গতি কমিয়ে দেয় লরিটি৷ পিছনে থাকা দেবজ্যোতির গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই লরির পিছনে ধাক্কা মেরে ডান দিকে ডিভাইডারের উপর উঠে থেমে যায়৷ দুমড়ে যাওয়া গাড়ির মধ্যেই মৃত্যু হয় তিন জনের৷ বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তিন শিল্পীর দলা পাকানো দেহ উদ্ধার করে ময়না -তদন্তে পাঠায়৷ দুর্ঘটনার পর নতুনপল্লির বাড়িতে গিয়ে দেখা গেল , আত্মীয় ও প্রতিবেশীরা এসেছেন সমবেদনা জানাতে৷ দেবজ্যোতি -মৈত্রীর ছেলেকে আনা হয়েছে স্কুল থেকে৷ বারবারই বাবা -মায়ের খোঁজ করেছে সে৷ 
News Update: Sk Md Samim sms




Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments