সেখ মহাঃ সামিম sms: পূর্ব বর্ধমান রথযাত্রার আগের দিনই বর্ধমানে পথ পরিক্রমায় নতুন রথ। এ বার বর্ধমানবাসীর প্রাপ্তি এই নতুন পিতলের রথ। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে এই পিতলের রথ তৈরি হয়েছে নবদ্বীপে। শুক্রবার ২৩ ফুট উঁচু ও ১৩ ফুট চওড়া রথের উদ্বোধন করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
পূর্ব বর্ধমানে প্রাপ্তি নুতন পিতলের রথ
এ দিন বিকালে হাজারো মানুষ দারুণ উদ্দীপনায় বর্ধমান শহরের টাউন হল থেকে কাঞ্চননগরের রথতলা পর্যন্ত রথের যাত্রায় সামিল হয়। যাত্রা শুরুর অনেক আগে থেকেই ভিড় জমতে থাকে জিটি রোডে। শনিবার কাঞ্চননগর থেকেই রথটিকে আনুষ্ঠানিক ভাবে টানা হবে।
১৭৩০ সাল নাগাদ কীর্তিচাঁদ সাধারণ নাগরিকদের আনন্দ দেওয়ার জন্য কাঞ্চননগরে রথযাত্রার প্রচলন করেছিলেন। আরও পরে রাজা চিত্রসেন রায় কেবল রাজপরিবারের সদস্যদের জন্য চালু করেছিলেন রথযাত্রার। সম্পূর্ণ কাঠের তৈরি সেই রথ বর্তমানে আর নেই। পরিবর্তে এলাকার মানুষের আগ্রহে সেখানে তৈরি হয়েছিল লোহার রথ। এবার সেই লোহার রথের পরিবর্তন করে নতুন পিতলের রথ পথে নামল। মূল উদ্যোক্তা খোকন দাস বলেন, ‘এলাকার মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে আমরা এই রথ তৈরি করেছি। তাঁরাই সাহায্য করেছেন।’
News Update By Sk Md Samim sms
প্রতিটি তাজা আপডেট পেতে
ফেসবুকে-এর Sk Md Samim sms পেজে Click করুন ।
পূর্ব বর্ধমানে প্রাপ্তি নুতন পিতলের রথ
এ দিন বিকালে হাজারো মানুষ দারুণ উদ্দীপনায় বর্ধমান শহরের টাউন হল থেকে কাঞ্চননগরের রথতলা পর্যন্ত রথের যাত্রায় সামিল হয়। যাত্রা শুরুর অনেক আগে থেকেই ভিড় জমতে থাকে জিটি রোডে। শনিবার কাঞ্চননগর থেকেই রথটিকে আনুষ্ঠানিক ভাবে টানা হবে।
১৭৩০ সাল নাগাদ কীর্তিচাঁদ সাধারণ নাগরিকদের আনন্দ দেওয়ার জন্য কাঞ্চননগরে রথযাত্রার প্রচলন করেছিলেন। আরও পরে রাজা চিত্রসেন রায় কেবল রাজপরিবারের সদস্যদের জন্য চালু করেছিলেন রথযাত্রার। সম্পূর্ণ কাঠের তৈরি সেই রথ বর্তমানে আর নেই। পরিবর্তে এলাকার মানুষের আগ্রহে সেখানে তৈরি হয়েছিল লোহার রথ। এবার সেই লোহার রথের পরিবর্তন করে নতুন পিতলের রথ পথে নামল। মূল উদ্যোক্তা খোকন দাস বলেন, ‘এলাকার মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে আমরা এই রথ তৈরি করেছি। তাঁরাই সাহায্য করেছেন।’
News Update By Sk Md Samim sms
প্রতিটি তাজা আপডেট পেতে
ফেসবুকে-এর Sk Md Samim sms পেজে Click করুন ।
0 Comments