Sk Md Samim sms ডেক্সঃ
পূর্ববর্ধমান: এটিএম ভেঙে লুটের চেষ্টা করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার আকঁড়বাগান (ভোলা চা-এর দোকানে বিপরীতে) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনের অংশটি ভাঙে দুষ্কৃতীরা।
গ্যাস কাটার ভাঙচুর ATM
গ্যাসকাটার দিয়ে মেশিনটি কাটারও চেষ্টা করা হয়। শুক্রবার সকালে বিষয়টি বাসিন্দাদের নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ও ব্যাঙ্ককর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সব কিছু খতিয়ে দেখে ব্যাঙ্ককর্মীরা জানান, মেশিন ভাঙা হলেও ভল্টে হাত দিতে পারেনি দুষ্কৃতীরা। এটিএমের ভিতের থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
শহরে বেশ কিছু এটিএম রয়েছে, যেখানে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। এই সমস্ত এটিএমগুলি সংশ্লিষ্ট ব্যাঙ্ক এজেন্সির মাধ্যমে শুধুমাত্র টাকা ভরা, পেপার রোল ভরার কাজ হয়। ফলে গলির ভিতরে থাকা এটিএমগুলি পুলিশের নজরে আসছে না। সূত্রের খবর, জেলার প্রশাসনিক বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যাঙ্কের নোডাল অফিসারদের জানানো হয়েছে। ঘটনাস্থলে আসা সুবীর পাল নামে এক ব্যাঙ্ককর্মী বলেন, ‘এটিএমগুলি যে ভাবে তৈরি তাতে নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনও ভাবেই লকারে ঢোকা সম্ভব নয়। পুড়িয়ে দিলেও টাকার ক্ষতি হবে না।’
প্রতিটি তাজা আপডেট পেতে আমার Facebook Page Like করুন। ফেসবুকে সার্চ করুন Sk Md Samim sms
0 Comments