SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমান ট্রাফিক পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী

বর্ধমানের খবর ডেক্সঃ ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া এক প্রৌঢ়াকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন বর্ধমান ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জ্জী। 
গত ১৮ আগষ্ট আরামবাগ থেকে হারিয়ে যান প্রশান্ত ঘরুই (৬৬)নামে এক বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে আরামবাগ থানায় মিসিং ডায়েরী করেন পরিবারের সদস্যরা। এব্যাপারে বিভিন্ন থানা ও ট্রাফিক অফিসে প্রশান্ত বাবুর ছবি সহ বিবরণ পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বর্ধমান শহরের তেলিপুকুর মোড় থেকে এক প্রৌঢ়াকে উদ্ধার করেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী ও তার সহকর্মীরা। 


এরপর যোগাযোগ করা হয় আরামবাগ থানায়। আরামবাগ থানা থেকে প্রশান্ত ঘড়ুইয়ের পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এদিন বিকাল নাগাদ বর্ধমানে চলে আসেন। প্রশান্তবাবুর স্ত্রী আল্পনা ঘরুই জানান, অনেক খোঁজাখুঁজির পর প্রশান্তবাবুকে না পেয়ে খুবই চিন্তায় পড়েছিলেন। অজানা আশংকায় ভুগছিলেন। এদিন দুপুরে থানা খেকে খবর পেয়েই তাই দেরী না করেই বর্ধমানে চলে আসেন। স্বামীকে পেয়ে তিনি বর্ধমান ট্রাফিক পুলিশকে ধন্যবাদও জানান।
          পূর্ব বর্ধমান ট্রাফিক অফিস Oc Traffic 





Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments