SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, কড়া পদক্ষেপ প্রশাসনের ।

সেখ মহাঃ সামিম sms নিজস্ব প্রতিবেদন: 
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করােনা রােগীর সংখ্যা।পূর্ব বর্ধমান জেলায় এ অবধি ২৯৯ জন কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন।
এই মুহূর্তে ৮০ জন রােগী রয়েছেন যাদের চিকিৎসা
চলছে।মারা গেছেন ২ জন।



শুধুমাত্র শুক্রবারই মােট ১২জন আক্রান্ত হয়েছেন
জেলায়। এরমধ্যে বর্ধমান শহরেই ৫ জন।শহরে ৯
টি কনটেনমেন্ট জোন রয়েছে। এই অবস্থায় কোনাে
ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কঠোরভাবে বিভিন্ন
বিধি লাগু করতে চাইছে। এরমধ্যে ১২:১৩:১৪ নং
ওয়ার্ডের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে ক্রমশ। ১২;
১৩ আর ১৪ নাম্বার ওয়ার্ডে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘােষণা করা হয়েছে। বাজার দোকান
সরকারি বেসরকারি দপ্তর সহ সব কাজ কর্ম
এখানে বন্ধ থাকবে।
এছাড়া সংযুক্ত কনটেনমেন্ট জোন হিসেবে ধরা
হবে। এগুলি হল পুরাে আরবিঘােষ রােড, রামকৃষ্ণ
রােডের ফ্রেজার অ্যাভিনিউ থেকে আরবিঘােষ
রােড এর জংশন; পাওয়ারহাউস পাড়া থেকে আর
বি ঘােষ রােডের একাংশ;লােকো কলােনির কালনা
রােডের দক্ষিণ অংশের পুরােটা।
আগামী ৭ দিনের জন্য এই এলাকাগুলােতে বিধি
বলবৎ থাকবে।শহরের সুপার মার্কেটগুলি অডইভেন ভিত্তিতে একদিন অন্তর খােলা থাকবে।
শহরের আরও বেশ কিছু এলাকায় একদিন
ডানদিকের সব দোকান বন্ধ থাকবে।বামদিকের
দোকানগুলি তার পরের দিন বন্ধ থাকবে।
এগুলি হল; সােনাপট্টি বাজার; চাদনি
চক:নতুনগঞ্জ বাজার; রাধাবল্লভ মিষ্টান্ন বাজার
থেকে রাণীগঞ্জ বাজার মােড়:পুলিশ লাইনের কাছে
জেভিয়ার্স রােড বাজার; বর্ধমান আরামবাগ
রােডেরবীরহাটার কাছের বাজার ও বিবেকানন্দ
কলেজের কাছের বাজার;টিকরহাট থেকে উত্তর
ফটক বাজার;বি বি ঘােষ রােডের উত্তর ফটক
থেকে বিজয় তােরণ; নতুনগঞ্জ কাসারীপট্টি
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments