SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

রাত দখল'-এর রাতে হত্যা বর্ধমানের আদিবাসী তরুণীকে, অভিযুক্তকে ধরে খুনের কারণ বলল পুলিশ

Blogger Sk Md Samim Sms


পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ স্যার 

সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন করা হয়েছে বর্ধমানের নান্দুর ঝাপানতলার আদিবাসী তরুণীকে। শনিবার অভিযুক্ত অজয় টুডুকে গ্রেফতার করে নিয়ে আসার পর এই দাবি করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ। তাঁর বক্তব্য,'অজয়ের পূর্বপরিচিত ওই আদিবাসী তরুণী। সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন। গতকাল সন্ধ্যে নাগাদ পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে অজয় টুডুকে'। আমনদীপ বলেন,'আমি গত ৫-৬ বছরের কেরিয়ারে এই ধরনের ঘটনা দেখিনি যেখানে অভিযুক্তকে ধরতে অন্যান্য জেলার পুলিশ সাহায্য করেছেন'।

Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments