বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব ১ কোটি ৪৩ লক্ষ টাকা। পৌরসভার পাশেই ছিল একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখা। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকত পৌরসভার টাকা। পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, 'আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে। ঘটনায় আমাদের কোনও দোষ নেই। যা হয়েছে ব্যাঙ্কের শাখা থেকে। ব্যাঙ্ক ঠিক মত সই না মিলিয়ে টাকা দিয়েছে। এর দায় ব্যাঙ্কের। ভুলভাবে ব্যাঙ্ক টাকা দিয়েছে।' ...সংবাদ সূত্রে খবর:
বর্ধমান - পৌরসভার
লেখক: [তোমার নাম]
আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।
0 Comments