SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস MD Alert Flash flood

MD Alert Flash flood: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস  ৷

অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খন্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।
 


আগামী ২৪ ঘণ্টায় হড়পা বাণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বাণ আসতে পারে।


এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারীবাগ ও দেওঘরে হড়পা বাণ হতে পারে।


BREAKING NEWS

দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
      

Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments