MD Alert Flash flood: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস ৷
 |
অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খন্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।
| |
 |
আগামী ২৪ ঘণ্টায় হড়পা বাণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। |
 |
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বাণ আসতে পারে। |
 |
এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারীবাগ ও দেওঘরে হড়পা বাণ হতে পারে। |
 |
দক্ষিণবঙ্গে
আজ অর্থাৎ শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।ভারী থেকে অতি ভারী
বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,
হুগলি, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের
সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
| | | | | | |
0 Comments