SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

ট্র্যাফিক বিভাগের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের একটি গাড়ি দেখে সন্দেহ হয়৷ ভুয়ো পরিচয়ে গ্রেন্তার দু’জন

ভুয়ো পরিচয়ে গ্রেপ্তার দুজন ।



SK MD SAMIM SMS , বর্ধমান : রবিবার দুপুরে কার্জন গেটের সামনে সন্দেহজনক গতিবিধির একটি গাড়ির মালিক ও চালককে গ্রেন্তার করল বর্ধমানের ট্র্যাফিক পুলিশ৷ ধৃত গাড়ি মালিকের নাম সর্বানলাল আগরওয়াল৷ সোমবার দু’জনকে আদালতে হাজির করানো হবে৷ পুলিশ জানিয়েছে , এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কার্জন গেটের কাছে ট্র্যাফিক বিভাগের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের একটি গাড়ি দেখে সন্দেহ হয়৷ গাড়িটিতে লেখা ‘পুলিশ দোয়ারা প্রেস ’৷ ওসি গাড়িটি দাঁড় করালে চালক বলেন , ‘পুলিশ কিছু করতে পারবে না৷ আমার মালিকের দিল্লি পর্যন্ত যোগ রয়েছে৷ ’ ওসি মালিককে আসার কথা বলেন৷ জানা যায় , বাজেপ্রতাপপুরে গাড়ি মালিকের একটি রাইস মিল রয়েছে৷ তাঁর নাম সর্বানলাল আগরওয়াল৷ তিনি নিজে না এসে এক কর্মচারীকে দিয়ে একটি আইডেনটিটি কার্ড পাঠান৷ দেখা যায় , তাতে দিল্লির এক ব্যক্তির নাম ও ছবি রয়েছে৷ কার্ডে এক সঙ্গে পুলিশ ও প্রেস , দুটোই লেখা৷ এর পরই দু’জনকে গ্রেন্তার করে পুলিশ৷ এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন , ‘এমন নামে কোনও প্রেস নেই৷ দু’জনকে গ্রেন্তার করা হয়েছে৷ কাল আদালতে তোলা হবে৷ প্রয়োজনে ওদের পুলিশ কাস্টডিতে নিতে পারি৷ এটা কোনও চক্রের কাজ কিনা খোঁজ নিয়ে দেখা হবে৷ ’গাড়িচালকের সঙ্গে কথা বলছেন ওসি ট্র্যাফিক ---
প্রতিটি তাজা আপডেট পেতে ফেসবুকে
 SK MD SAMIM SMS Page Like করুন ।
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments