SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি : হাওয়া অফিসের পূর্বাভাষ।

দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি : হাওয়া অফিসের পূর্বাভাষ


Last Updated: Monday July 24, 2017 19:50 PM IST. 
Sk Md Samim.sms
                পূর্ব বর্ধমান চিত্র 
সেখ মহাঃ সামিম.sms ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, গুজরাত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি এখনও একইরকম সক্রিয়। পাশাপাশি, মৌসুমী বায়ুর সক্রিয়তাও রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। দুইয়ের প্রভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতভর বৃষ্টি হয়েছে। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। জলের তলায় বহু গ্রাম। ঠিক কী অবস্থা এখন বিভিন্ন জেলার? জানতে পড়ুন- বর্ষা বাংলায় জেলায় বন্যা পরিস্থিতি 
অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। বীরভূমে ফুঁসছে কোপাই, ময়ূরাক্ষী, বক্রেশ্বর। লাভপুর-লাঘাটা ব্রিজ ডুবিয়ে দিয়েছে কুঁয়ে নদী। জলের তলায় বহু গ্রাম। বাঁকুড়ায় কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর, ভৈরোবাকি, গন্ধেশ্বরী, শালি, বিড়াই নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোনামুখী ও পাত্রসায়র জলের তলায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কেশপুর, পিংলা, ডেবরা ও ঘাটালে একই পরিস্থিতি। বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদের বড়ঞা থানার বৈদ্যনাথপুর। বর্ধমানে খড়ি নদীর জল নর্জা সেতুর ওপর দিয়ে বইছে। দামোদর ও অজয় নদে জল বেড়েছে। হুগলির আরামবাগ শহরের কয়েকটি পাড়া জলমগ্ন। পাণ্ডুয়া থেকে চুঁচূড়া পর্যন্ত চাষের জমি জলের তলায়। বসিরহাট পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। ডায়মন্ড হারবার পুরসভায় একই পরিস্থিতি।
॥ Sk.Md.Samim sms Facebbok Page Like করুন ॥
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments