SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

পূর্ব বর্ধমানের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান।

বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান
        বিক্ষোভরত জনতার সঙ্গে বচসা





  •    সৌনঃ Fm News. By SMS


Sk Md Samim sms ডেক্সঃ  পূর্ববর্ধমান জিটি রোডে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পথে নামল বর্ধমান ট্র্যাফিক পুলিশ৷ শুক্রবার আইন ভেঙে পার্কিং করায় বেশ কিছু বাইক ও গাড়ি মালিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে৷ পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন , ‘বেআইনি পার্কিং নিয়ে আমাদের অভিযান আজ থেকে শুরু হল৷ কোথাও বেআইনি পার্কিং হলেই আমরা কড়া ব্যবস্থা নেব৷ এ বিষয়ে ট্র্যাফিক বিভাগকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে ভিডিয়ো রের্কডিং রেখে দেব আমরা৷ শুধু জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হবে , এমনটা যদি গাড়িচালকরা ভেবে থাকেন তাহলে ভুল করবেন৷ ’রাস্তার ধারে বেআইনি পার্কিংয়ের ব্যবসা চলার অভিযোগ বহুদিনের৷ সদা ব্যস্ত জিটি রোডের ধারে এ ভাবে পার্কিং করায় নিত্যযাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন৷ পরিস্থিতি এমন যেখানে ব্যস্ত সময়ে দু’টি বাস পাশাপাশি চলতে পর্যন্ত পারে না৷ বহু দুর্ঘটনাও ঘটেছে৷ নবাবহাট , ভাঙাকুঠি , কাঁটাপুকুর , লক্ষ্মীপুরের মতো এলাকা জুড়ে রয়েছে এই বেআইনি পাকিংয়ের সমস্যা৷ এদিন বর্ধমান ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে এই এলাকাগুলিতে অভিযান চালানো হয়৷ বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বাইক বেআইনি ভাবে পার্কিংয়ের জন্য পুলিশ তুলে নিয়ে যায়৷ কিছু ছোট গাড়ির চাকায় কাঁটাও লাগিয়ে দেওয়া হয়৷ তবে এদিন অভিযান চালাতে গিয়ে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ৷ ভাঙাকুঠি এলাকার একটি বেসরকারি ব্যাঙ্ক ও দোকানের সামনে দাঁড় করানো বাইক ও কয়েক ’টি গাড়ি সরানোর সময়ে গ্রাহক , ব্যাঙ্ককর্মীরা ট্র্যাফিক পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন৷ তাঁদের দাবি , ব্যাঙ্কের সামনে গাড়ি রাখা হলে পুলিশ কেন সেগুলিকে তুলে নিয়ে যাবে৷ ব্যাঙ্কের পাশে একটি ট্র্যাক্টরের দোকান রয়েছে৷ সেখানে রাস্তা জুড়ে ট্র্যাক্টর রাখা হলেও কেন ব্যবস্থা নেওয়া হয় না৷ রাজেশ দাস নামে এক গ্রাহক বলেন , ‘এটিএম থেকে টাকা তুলতে এসেছিলাম৷ ট্র্যাফিক পুলিশ এসে আমার বাইক নিয়ে চলে গেল৷ তাহলে আমরা বাইক কোথায় রাখব ?’ কুন্তল গুন্ত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন , ‘ব্যাঙ্কেরও উচিত পার্কিংয়ের ব্যবস্থা করা৷ সবাই গাড়ি রাখে দেখে আমার গাড়ি রেখেছিলাম৷ পুলিশ বলছে , ওটা রাস্তা৷ গাড়ি তুলে নিয়ে গেল৷ ’ যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷ বেশ কিছু সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডিএসপি ট্র্যাফিক৷ বিক্ষোভরত জনতার সঙ্গে কথা বলেন তিনি৷ বর্ধমান থানার ওসি ট্র্যাফিক চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন , ‘বেআইনি পার্কিংয়ের জন্য বেশ কিছু গাড়ি আমরা এলাকা থেকে তুলে এনেছি৷ পুলিশ সুপারের নির্দেশে অভিযান করেছি আমরা৷ ডিএসপি সাহেবও শহর পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন৷ আমরা সেগুলিই পালন করছি৷ আইন মেনেই কাজ করা হয়েছে৷ পুরো ভিডিয়ো রেকর্ডিং রয়েছে৷ 
      ☆Sk Md Samim sms☆
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments