SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমানের বাদামতলা শিবাজি সঙ্ঘের পুজোর উদ্বোধনে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় , দেব ও রুক্মিণী৷

সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ 

ষষ্ঠীতে জমজমাট দুর্গাপুজো৷ মণ্ডপে ভিড় শুরু হয়েছিল পঞ্চমী থেকেই৷ ষষ্ঠীর বিকেলে সেই ভিড় পরিণত হল জনসমুদ্রে৷ এর মাঝে বর্ধমানের বাদামতলা শিবাজি সঙ্ঘের পুজোর উদ্বোধনে তারকার মেলা বসে৷ মঙ্গলবার সন্ধ্যায় ওই পুজোর উদ্বোধনে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় , দেব ও রুক্মিণী৷ তিন অভিনেতা -অভিনেত্রীকে দেখতে ভিড় উপচে পড়ে৷


 শহরের অন্যান্য মণ্ডপগুলিতেও গভীর রাত পর্যন্ত ভিড় দেখা গিয়েছে৷ পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দন্তর৷ তাই অনেকেই আগেভাগে প্রতিমা দর্শন সেরে ফেলতে চাইছেন৷ তবে শুধু জেলা সদর বর্ধমান নয় , নজর কেড়েছে বড়শুল , মেমারি , কাটোয়া , কালনার পুজোও৷ বর্ধমান শহরের পরই বড়শুলের মণ্ডপ নিয়ে জেলাবাসীর আগ্রহ বরাবরের৷ বড়শুল জাগরণী সঙ্ঘ , অন্নদাপল্লি সর্বজনীনের মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো৷ মেমারির সারদাপল্লি অরবিন্দপল্লি , অভিযান সঙ্ঘের মণ্ডল দেখতেও ভিড় দেখা যায়৷ এ দিকে , কাটোয়ায় সে ভাবে থিম পুজোর রমরমা নেই বললেই চলে৷ বরং বনেদি বাড়ির পুজো ঘিরে জমজমাট আড্ডাই এখানকার ঐতিহ্য৷ তবে কাটোয়ার জাজিগ্রাম ও ননগরে থিমের পুজো শুরু হয়েছে৷ কাটোয়া শহর ও শহরতলি এলাকায় এই দু’টি জায়গাতেই থিমের আয়োজন করা হয়৷ এ বার ননগর সবুজ সঙ্ঘ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে৷ প্লাস্টার অব প্যারিস ও ফাইবরা দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ৷ পাটুলি থেকে আনা হয়েছে আধুনিক মাটির প্রতিমা৷ অন্য দিকে জাজিগ্রাম নবদয় সঙ্ঘের পুজোয় এ বার নারী নির্যাতনকে থিম করা হয়েছে৷ মণ্ডপের ভিতরে সাবেকি মূর্তি৷ এছাড়া কাটোয়ার হরগৌরীপাড়া মধ্যপল্লির মহিলা পরিচালিত দুর্গাপুজো হচ্ছে থিমের উপর৷ এ বার তাদের থিম দেবতার বিয়ে৷ কাটোয়ার বাড়ির পুজোগুলিও জমে উঠেছে৷ এখানকার হাড়ি বাড়ির দুর্গার বিশেষ মাহাত্ম্য আছে বলে মনে করা হয়৷ নানা লোককথা প্রচলিত আছে এক দুর্গা ঘিরে৷ কথিত আছে , দেবী দুর্গা নিজেই হাড়ি বাড়িতে আসেন পুজো পাওয়ার জন্য৷ ষষ্ঠীর পুজো দিতে বহু মানুষ ভিড় করেন এই বাড়ির দুর্গা দালানে৷ অন্য দিকে কাটোয়ার মল্লিক বাড়ি , দত্তবাড়ি , মুহরি বাড়ি বা সাহা বাড়ির পুজোও উল্লেখযোগ্য৷ ষষ্ঠীতেই কলেজপাড়া সংস্কৃতি চক্রের পুজোর উদ্ধোধন করেন মহকুমাশাসক সৌমেন পাল৷ খড়ের বাজার দুর্গাপুজো কমিটির পুজো এ বার ২৫ বছরে পা দিল৷ পঞ্চমী থেকেই নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো ঘিরে৷ পানুহাট আদর্শপল্লিতে এ বার চমক ৪১ হাতের দুর্গা৷ এই প্রতিমা দর্শনে আগ্রহ চরমে৷ দাঁইহাট আদর্শপল্লির পুজো মণ্ডপও ভিড় টানছে প্রথম দিন থেকেই৷ অন্য দিকে , দাঁইহাটের ঐতিহাসিক ভাস্কর পণ্ডিতের পুজোর সাক্ষী থাকতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা৷ পুজো ঘিরে বাড়ানো হয়েছে পুলিশি তত্পরতাও৷ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন হয়েছে৷
Repot Sk Md Samim sms
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments