SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমান আত্মঘাতী হলেন টিকরহাট হাজিডাঙ্গা এক ইঞ্জিনিয়ার

সেখ মহাঃ সামিম.sms: পূর্ব বর্ধমানে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ার৷ তাঁর নাম শেখ সাবির আলি (৩০ )৷




টিকরহাট  হাজিডাঙায় তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ তবে তাঁর মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি সাবির৷ তিনি চাকরি করতেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ নিগমে৷ বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘরে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা৷ পরিবারের পক্ষ থেকে ঘটনার কথা বর্ধমান থানায় জানানো হয়৷


ময়না -তদন্তের জন্য দেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ৷ সাবিরের বাবা সইফুদ্দিন আলি বলেন , ‘কী ভাবে এমন ঘটনা ঘটল তার কিছুই বুঝতে পারছি না৷ ওর ঘর থেকে সুইসাইড নোট পেয়েছি৷ সেখানেও কিছু লিখে যায়নি৷ মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুত্ কেন্দ্রে কাজ করত আমার ছেলে৷ ৬ মাস আগে বীরভূমের বক্রেশ্বর এলাকায় ওর রেজিস্ট্রি করে বিয়ে হয়৷ সামাজিক ভাবে এখনও ওদের বিয়ে হয়নি৷ এই নিয়েও কোনও অশান্তি ছিল না৷ কেন এ ভাবে আত্মহত্যা করল বুঝতে পারছেন না কেউই৷ 

Report: Sk Md Samim sms
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments