Sk Md Samim sms ডেক্সঃ একের পর এক দুর্ঘটনা। অনেকেই বাইক চালানোর সময় কানে হেডফোনে কথা বলেন অথবা গান শোনেন। এর ফলে ঘটছে দুর্ঘটনা। এবার আরো কড়া প্রশাসন।
এতদিন হেলমেট ব্যবহার না করলে আইনত ব্যবস্থা নেওয়া হত। নিয়ম অনুযায়ী স্পট একুশ শো টাকা পর্যন্ত জরিমানা দিতে হতো। কিন্তু এবার কানে হেডফোন লাগিয়ে বাইক চালালে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সঙ্গে আরও কিছু নিয়ম রয়েছে। রাস্তার ওপরে বা যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। গাড়িতে দেওয়া হর্ন ছাড়া অতিরিক্ত হর্ন ব্যবহার করা যাবে না।
সরকারি নির্দেশে গোটা রাজ্যেই পুলিশ কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে। হেডফোন কানে বাইক চালালে তা পুলিশের নজরে এলে আপাতত সেই হেডফোন খুলে নেওয়া হচ্ছে। তবে এর পর আরো কড়া আইন আসতে পারে। দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রী ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি সুচনা করেছেন। সরকার চাইছে সাধারণ মানুষকে সচেতন করে দুঘটনা যাতে এড়ানো যায়, প্রাণহানি বন্ধ হয়। বর্ধমানের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী জানিয়েছেন, শহর জুড়ে কড়া নজরদারি চলছে। কানে হেডফোন ব্যবহার করে বাইক চালালে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটা বন্ধ করতে অভিযান শুরু হয়েছে সরকারি নির্দেশে।Report: Sk Md Samim sms
0 Comments