সেখ মহাঃ সামিম.sms ডেক্সঃ পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় যানজট মোকাবিলায় সোমবার এক বিশেষ বৈঠক হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক আবরার আলম , পুরসভার কাউন্সিলার খোকন দাস , সুশান্ত প্রামাণিক , শেখ বসির আহমেদ -সহ ডিএসপি ট্র্যাফিক প্রদীপ মণ্ডল , ডিএসপি (হেডকোয়ার্টার ) চন্দন ঘোষ ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার উত্পল দাঁ, অতিরিক্ত সুপার অমিতাভ সাহা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা৷ দীর্ঘদিন ধরেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তার দখল নিয়েছে একাধিক ব্যবসায়ী৷ এতে রাস্তা ক্রমেই সরু হচ্ছে৷ পরবর্তী সময়ে টোটোর দাপটে মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকাই কঠিন হয়ে দাঁড়ায়৷ রোগীকে নিয়ে আসা অ্যাম্বুল্যান্সকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানজটে৷ তত্কালীন জেলাশাসক সৌমিত্র মোহন চেষ্টা করেও এই যানজট এড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেননি৷ টোটোর চালকদের সঙ্গে এলাকার ব্যবসায়ীদের মারামারিতে রক্ত ঝড়েছে হাসপাতালের সামনের রাস্তায়৷ তবুও এড়ানো যায়নি যানজট৷
সোমবারের দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এর পর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তা ওয়ানওয়ে করা হবে৷ হাসপাতালের গেটের ৫০ ফুটের মধ্যে কোনও যানবাহন রাখা যাবে না৷ খোসবাগান , বিসি রোড থেকে আসা বিভিন্ন যানবাহন ও টোটো হাসপাতালের সামনে দিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় যাত্রী নামিয়ে নার্স কোয়াটার হয়ে চলে যাবে৷ স্টেশন , রাজ কলেজের রাস্তা দিয়ে আসা টেটো ও অনান্য গাড়িগুলিও একই ভাবে যাতায়াত করবে৷ এই রুট ম্যাপটি আরও খতিয়ে দেখে ঠিক করার দায়িত্ব নিয়েছেন জেলা পরিবহণ আধিকারিক আবরার আলম৷ উপস্থিত আধিকারিক ও অন্যান্য সকলেই পুলিশকে অনুরোধ করেন , এই নতুন রুটটিকে যেন কঠোর ভাবে পালন করা হয় , তা দেখার জন্য৷ পুলিশের তরফে এ নিয়ে প্রতিশ্রীতি দেওয়া হয়েছে৷
খোকন দাস বলেন , ‘হাসপাতালের সামনে যানজট নিয়ে অনেকবার আলোচনা হয়েছে , কিন্ত্ত সমস্যা মেটেনি৷ এ দিনের বৈঠকে আরটিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল রুট ম্যাপ তৈরির৷ প্রাথমিক ভাবে ওয়ানওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তা৷ কেউ যানজট করার চেষ্টা করলে পুলিশকে হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে৷ ’ আবরার আলম বলেন , ‘প্রাথমিক ভাবে ওয়ানওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালের সামনের রাস্তা৷ যানজট বন্ধ করতে আমরা পরবর্তী সময়ে আরও কয়েকটি পদক্ষেপ করব৷ ’ চন্দন ঘোষ বলেন , ‘হাসপাতালের সামনের রাস্তা পরিষ্কার করার জন্য এ দিনের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুয়াযী পুলিশ কাজ করবে৷ রোগী নিয়ে আসা কোনও গাড়ি যেন হাসপাতালের ঢোকার পথে না আটকায় সেটাই পুলিশ দেখবে৷ ’হাসপাতাল পরিদর্শনে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা -। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এর পর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তা ওয়ানওয়ে করা হবে৷ হাসপাতালের গেটের ৫০ ফুটের মধ্যে কোনও যানবাহন রাখা যাবে না৷ খোসবাগান , বিসি রোড থেকে আসা বিভিন্ন যানবাহন ও টোটো হাসপাতালের সামনে দিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় যাত্রী নামিয়ে নার্স কোয়াটার হয়ে চলে যাবে৷ স্টেশন , রাজ কলেজের রাস্তা দিয়ে আসা টেটো ও অনান্য গাড়িগুলিও একই ভাবে যাতায়াত করবে৷
EXCLUSIVE VIDEO
News Update By :
Sk Md Samim sms
সোমবারের দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এর পর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তা ওয়ানওয়ে করা হবে৷ হাসপাতালের গেটের ৫০ ফুটের মধ্যে কোনও যানবাহন রাখা যাবে না৷ খোসবাগান , বিসি রোড থেকে আসা বিভিন্ন যানবাহন ও টোটো হাসপাতালের সামনে দিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় যাত্রী নামিয়ে নার্স কোয়াটার হয়ে চলে যাবে৷ স্টেশন , রাজ কলেজের রাস্তা দিয়ে আসা টেটো ও অনান্য গাড়িগুলিও একই ভাবে যাতায়াত করবে৷ এই রুট ম্যাপটি আরও খতিয়ে দেখে ঠিক করার দায়িত্ব নিয়েছেন জেলা পরিবহণ আধিকারিক আবরার আলম৷ উপস্থিত আধিকারিক ও অন্যান্য সকলেই পুলিশকে অনুরোধ করেন , এই নতুন রুটটিকে যেন কঠোর ভাবে পালন করা হয় , তা দেখার জন্য৷ পুলিশের তরফে এ নিয়ে প্রতিশ্রীতি দেওয়া হয়েছে৷
News Update By :
Sk Md Samim sms
0 Comments