SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

কোষাগারে চুরি , কিনারা জেলা পুলিশের

সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ পূর্ব বর্ধমান সিআইডি তদন্তভার নিলেও শেষ পর্যন্ত বর্ধমান জেলা কোষাগার থেকে চুরি যাওয়া ৫৫ লক্ষ টাকা চুরি ঘটনার কিনারা করল জেলা পুলিশই৷ 

এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশকর্মী -সহ মোট চার জনকে গ্রেন্তার করল জেলা পুলিশ৷ ধৃত পুলিশ কর্মীর নাম সুরজিত্ সিং মুরা৷ তিনি জেলা পুলিশ অফিসের হাউসগার্ডের দায়িত্বে ছিলেন৷ ধৃতদের মধ্যে বাকিরা হলেন সুরজিতের বিবাহবিচ্ছিন্না বোন অন্নপূর্ণা মণ্ডল ও তাঁর দুই আত্মীয় সুপ্রিয় মল্লিক ও গোপীকৃষ্ণ অধিকারী৷ সুপ্রিয় ও গোপীকৃষ্ণ পেশায় কাঠমিস্ত্রি বলে জানা গিয়েছে৷ গোপীকৃষ্ণের কাছ থেকে ৩০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷ সুরজিত্ ও অন্নপূর্ণার বাড়ি বাঁকুড়া শহরে৷ বাকি দু’জনের বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুরে৷ ধৃতদের মধ্যে সুরজিত্কে বর্ধমান পুলিশ লাইন থেকেই গ্রেন্তার করা হয়েছে৷ বাকিদের গ্রেন্তার করা হয়েছে তাঁদের বাড়ি থেকে৷ ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে সুপ্রিয় মল্লিককে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজত ও বাকি তিন জনের ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রান্ত সিজেএম সোমনাথ দাস৷ কোষাগারের তিন নিরাপত্তা কর্মী তন্ময় গোস্বামী , তপন কোনাই ও সঞ্জয় সাউয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ৷

পুলিশ জানিয়েছে , সন্তমীর দিন সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই কোষাগারের ডিউটিতে ছিলেন তিন নিরাপত্তাকর্মী --- তন্ময় গোস্বামী , তপন কোনাই ও সঞ্জয় সাউ৷ সাধারণত জেলা কোষাগারের নিরাপত্তার দায়িত্বে ছ’জন পুলিশকর্মী থাকেন , কিন্ত্ত সেদিন তিন জনই ছিলেন৷ বাকিদের পুজোর ডিউটিতে পাঠানো হয়েছিল৷ দীর্ঘদিন কোষাগারের নিরাপত্তাকর্মীর কাজ করেছেন সুরজিত্ সিং মুরা৷ ফলে মাঝে মধ্যেই কোষাগারের নিরাপত্তার রক্ষার দায়িত্বে থাকা অন্য কর্মীদের সঙ্গে আড্ডা মারতে আসতেন সুরজিত্৷ সন্তমীর দিন রাতেও তেমনই এসেছিলেন তিনি৷ ডিউটিতে থাকা তিন নিরাপত্তা কর্মীর সঙ্গে নিয়ে কোষাগারের ভিতরে এক সঙ্গে বসে খাওয়াদাওয়াও করেছিলেন৷ সূত্রের খবর , মেনুতে মদ -মাংস দু’ইই ছিল৷ এই খাবারের সঙ্গে নেশার আরও কিছু মেশানো হয়েছিল কি না , তা -ও খতিয়ে দেখছে পুলিশ৷ জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন , ‘নিরাপত্তার দায়িত্বে থাকা তিন রক্ষী বেহুঁশ হয়ে পড়লে কোষাগারের পিছন দিক দিয়ে ট্রেজারির ভিতরে ঢোকে গোপীকৃষ্ণ৷ অন্নপূর্ণা ও সুপ্রিয় বাইরে নজরদারি চালাতে থাকে৷ সুরজিত্ অন্য রক্ষীদের সঙ্গে বেহুঁশ হয়ে থাকার অভিনয় করে ভিতরেই শুয়ে থাকে৷ এরপরে গোপীকৃষ্ণ আয়রন চেস্ট ভেঙে ৫৫ লক্ষ টাকা নিয়ে পিছন দিক দিয়েই পালিয়ে যায়৷ ’শুক্রবার পুলিশ সুপার কুণাল আগরওয়াল দাবি করেন , ঘটনার গুরুত্ব বিচার করে তিনি নিজেও জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ সেই সময়ে কোষাগারের ভিতরে থাকা এক কোটি টাকারও বেশি নগদ ছিল৷ তবু চোরেরা মাত্র ৫৫ লক্ষ টাকা নেওয়ায় সন্দেহের আওতায় চলে আসেন নিরাপত্তা রক্ষীরাই৷ কারণ অন্য কেউ চুরি করলে পুরো টাকাই নিয়ে যেত৷ কুণাল আগরওয়াল বলেন , ‘আমরা প্রথম থেকেই অনুমান করেছিলাম৷ তবে নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েক দিন সময় নিয়েছি৷ এটা দুঃখজনক যে , আমাদেরই এক কর্মী সুরজিত্ এই ঘটনায় জড়িত৷ তাঁকে গ্রেন্তার করা হয়েছে৷ সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা তিন রক্ষীর বিরুদ্ধেও আমরা বিভাগীয় তদন্ত শুরু করেছি৷ গোপীকৃষ্ণর কাছ থেকে ইতিমধ্যেই ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ আদালতে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে৷ ধৃতদের হেফাজতে নেওয়ার পরে বাকি টাকা উদ্ধারের চেষ্টা করব আমরা৷ ’ ৫৫ লক্ষ টাকা গায়েবে ধৃত ৪ধৃতদের নিয়ে আদালতের পথে পুলিশ 
News Update By
Sk Md Samim.sms
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments