SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমানে ট্রাকের ধাক্কায় মৃত্যু কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবলের মানিক চন্দ্র দাস

সেখ মহাঃ সামিম.sms ডেক্সঃ নো-এন্ট্রি জোনে ঢুকে পড়া বেপরোয়া ট্রাককে থামাতে গিয়ে ট্রাকের ধাক্কাতেই মৃত্যু হল কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবলের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান স্টেশন ওভারব্রিজের কাছে। মৃত পুলিশ কর্মীর নাম মানিক চন্দ্র দাস। বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ নবাবহাট থেকে আলিশার দিকে যাচ্ছিল একটি টাউন সার্ভিস বাস। 




একই সময়ে বর্ধমান স্টেশনের ওভারব্রিজ থেকে নীচে নামছিল একটি ট্রাক। ওই রাস্তায় নো-এন্ট্রি থাকায় কনস্টেবল মানিক চন্দ্র দাস সেই সময়ে ট্রাকটিকে থামাতে যান। বাস ও ট্রাকের মাঝখানে পড়ে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পেরেক বোঝাই ট্রাকটি ধাক্কা মারে ট্র্যাফিক কনস্টেবলকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার পিজিতে নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা যাওয়ার পথেই মারা যান ট্রাফিক কনস্টেবল মানিক চন্দ্র দাস। ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে। বিকালে প্রয়াত পুলিশ কর্মীকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে গান স্যালুট দেওয়া হয়।
                          
                            মানিক চন্দ্র দাস

মানিকবাবুর পরিবারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন জেলা পুলিশসুপার কুণাল আগরওয়াল।

News Update:
Sk Md Samim sms  ☜

॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥ 



Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments