SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

টোটো বিক্রির দু’টি বেআইনিদোকান বন্ধ করে দিল পুলিশ

সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ

পূর্ব বর্ধমান : যানজট সমস্যা বর্ধমান শহরের দীর্ঘদিনের সমস্যা৷ তবে শহরে টোটো চালু হওয়ার পরে এই সমস্যা আরও বেড়েছে বলেই দাবি সাধারণ মানুষের৷ শহরে যাতে নতুন করে আর টোটো বিক্রি না হয় , তার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল আগেই৷ তবে শহরের রাস্তায় টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর (টিন ) বিহীন বেআইনি টোটো চলা যেমন বন্ধ হয়নি , তেমনই বন্ধ হয়নি টোটো বিক্রিও৷

তাই বেআইনি টোটোর দোকান ও টিন -বিহীন টোটোর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযানে নামল জেলা প্রশাসন৷ প্রশাসনিক নির্দেশ অমান্য করে টোটো তৈরি ও বিক্রি করার অপরাধে এদিন শহরের গোদা ও লক্ষ্মীপুর মাঠ এলাকায় দু’টি টোটো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে৷ অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল ও আঞ্চলিক পরিবহণ আধিকারিক আবরার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এদিন কারখানাগুলি বন্ধ করে দেয় পুলিশ৷ বেশ কিছু টিন -বিহীন টোটোকেও চিহ্নিত করা হয়েছে এদিন৷ আবরার আলম বলেন , ‘শহরে টোটো তৈরি ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তার পরেও অনেকেই টোটো বিক্রি করছেন৷ আজ শহরের দু’টি দোকানে গিয়ে দেখা যায় , সেখানে টোটো বিক্রি বন্ধ করা হয়নি৷ তবে টোটো বিক্রির জন্য তাদের কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না৷ তাই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ টিন ছাড়া টোটো চালানোও বেআইনি৷ নতুন করে কোনও টিন নম্বর আমরা এখন আর দিচ্ছি না৷ ’এদিন অভিযানে বেরিয়ে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি টিন -বিহীন টোটোকে আটক করেন প্রশাসনিক আধিকারিকরা৷ তার কাছ থেকে বেশ কিছু টোটো বিক্রর দোকান ও কারখানার খোঁজ পান৷ সেখান থেকেই লক্ষ্মীপুর মাঠে রাধেশ্যাম সাউ -এর দোকানে হানা দেন তাঁরা৷ সেখানে টোটো বিক্রি হতে দেখা যায়৷ তবে তার কোনও কাগজ দেখাতে পারেননি রাধেশ্যাম৷ বৈধ কাগজ না থাকায় প্রশাসনের তরফে দোকানটি বন্ধ করে দেওয়া হয়৷ এরপর গোদা এলাকায় মোফিজুল শেখের দোকানে হানা দেয় দলটি৷ দোকান বন্ধ থাকায় মালিককে খবর পাঠিয়ে দোকান খুলতে বলা হয়৷ কিন্ত্ত তিনি না আসায় দোকান ভাঙতে উদ্যত হয় পুলিশ৷ তখন মোফিজুল এসে দোকান খুলে দেন৷ ভিতরে বেশ কিছু নতুন টোটোও দেখা যায়৷ মোফিজুল দাবি করেন , তিনি টোটো বিক্রি করেন না৷ টোটোর সরঞ্জাম বিক্রি করে৷ তবে তাঁর উত্তরে সন্ত্তষ্ট হননি আধিকারিকরা৷ তাঁরও দোকান সিজ করে দেয় জেলা প্রশাসন৷ অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল বলেন , ‘বেআইনি টোটো চালানোর উপরে জেলা প্রশাসনের তরফে আমরা এর আগেও অভিযান করেছি৷ কোনও অবস্থাতেই শহরে বেআইনি টোটো চালাতে দেব না৷ টোটোর দোকান ও যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এভাবেই৷ ’শহরে টোটো তৈরি ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তার পরেও অনেকেই টোটো বিক্রি করছেন৷ আজ শহরের দু’টি দোকানে গিয়ে দেখা যায় , সেখানে টোটো বিক্রি বন্ধ করা হয়নি৷ তবে টোটো বিক্রির জন্য তাদের কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না৷ তাই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ টিন ছাড়া টোটো চালানোও বেআইনি৷ নতুন করে কোনও টিন নম্বর আমরা এখন আর দিচ্ছি না আবরার আলম , আঞ্চলিক পরিবহণ আধিকারিক বর্ধমান৷

News Update:
Sk Md Samim sms 

॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥



Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments