SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

বর্ধমান শহরে এবার করোনা আক্রান্ত এক বছরের শিশু, চাঞ্চল্য

সেখ মহাঃ সামিম Sms ডেস্ক,বর্ধমান: আবার করোনা আক্রান্তের হদিস খোদ বর্ধমান শহরে। এবার আক্রান্ত হয়েছে মাত্র এক বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে শহরের উদয়পল্লী এলাকায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, গত ১৬মে দিল্লি থেকে বাবা, মায়ের সঙ্গে ফিরেছিল ওই শিশু। 

এরপর নিয়মমাফিক তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল কৃষি খামার কোয়ারইন্টাইন সেন্টারে। ইতিমধ্যে শিশুর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। মায়ের রিপোর্ট নেগেটিভ আসলেও শিশুটির বাবার রিপোর্ট এখনো আসেনি। শিশুটিকে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে কলকাতা পাঠানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উদয়পল্লী এলাকায় আক্রান্ত শিশুটির বাড়ির এলাকা সিল করে কন্টেনমেন্ট করার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত শিশু সহ তার বাবা মায়ের সংস্পর্শে কারা এসেছে তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে সুভাষপল্লীর পর আবার উদয়পল্লীতে করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে শহরে।
 
Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments