সেখ মহাঃ সামিম Sms :দুই গোষ্ঠীর সংঘর্ষে এক যুবকের মৃত্যু র ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ বাদশাহী রোড এলাকায় । শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবকের মৃত্যু এবং পরবর্তী সময়ে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর এর ঘটনা ঘটলো । আহত হয়েছেন একাধিক ।
মৃত যুবকের নাম জানা যাচ্ছে গৌতম দাস । তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালালো ক্ষুব্ধ অপর গোষ্ঠী বলে অভিযোগ । বিকাশ মন্ডলকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের । ঘরের ভিতরে ফ্রিজ , আলমারি , অ্যাকোরিয়াম সহ মোটরবাইকেও ভাঙচুর করা হয়েছে । বাড়ির জানলার কাঁচ , দরজা ভেঙে দিয়েছে উত্তেজিতরা । ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকায় । জানা গেছে , সন্ধ্যা নাগাদ গৌতম দাস নামে তৃণমূলের ই সমর্থক সে বাইকে করে ফিরছিলো । সে সময় বাইকের হাতল কোনভাব কৌশিক নামে এক যুবকের গায়ে লাগে । এই ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা । তারপরেই ঘটনাস্থলে আসে তৃণমূলের ই আর এক কর্মী রাজনারায়ন সাউ ওরফে বাবুয়া । উত্তপ্ত বাক্য বিনিময় এর মাঝেই বেধড়ক মারা হয় গৌতম দাসকে । পরবর্তী সময়ে মারা যায় সে । এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । ঘটনার তদন্তে লক্ষীপুর মাঠ বাদশাহী রোডে এসে হাজির হয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র , বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা । থমথমে গোটা এলাকা । চলছে পুলিশের টহল সংলগ্ন এলাকায় ।
মৃত যুবকের নাম জানা যাচ্ছে গৌতম দাস । তৃণমূল নেতা বিকাশ মন্ডলের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালালো ক্ষুব্ধ অপর গোষ্ঠী বলে অভিযোগ । বিকাশ মন্ডলকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের । ঘরের ভিতরে ফ্রিজ , আলমারি , অ্যাকোরিয়াম সহ মোটরবাইকেও ভাঙচুর করা হয়েছে । বাড়ির জানলার কাঁচ , দরজা ভেঙে দিয়েছে উত্তেজিতরা । ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকায় । জানা গেছে , সন্ধ্যা নাগাদ গৌতম দাস নামে তৃণমূলের ই সমর্থক সে বাইকে করে ফিরছিলো । সে সময় বাইকের হাতল কোনভাব কৌশিক নামে এক যুবকের গায়ে লাগে । এই ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা । তারপরেই ঘটনাস্থলে আসে তৃণমূলের ই আর এক কর্মী রাজনারায়ন সাউ ওরফে বাবুয়া । উত্তপ্ত বাক্য বিনিময় এর মাঝেই বেধড়ক মারা হয় গৌতম দাসকে । পরবর্তী সময়ে মারা যায় সে । এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । ঘটনার তদন্তে লক্ষীপুর মাঠ বাদশাহী রোডে এসে হাজির হয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র , বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা । থমথমে গোটা এলাকা । চলছে পুলিশের টহল সংলগ্ন এলাকায় ।
0 Comments