SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  BARDHAMAN  NEWS

মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়
বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাধিকা আইয়ার, পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, মলয় ঘটক এবং সিদ্দিকুল্লা চৌধুরী। এ ছাড়াও জেলার দুই সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন এই বৈঠকে। নিজের এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এক্স হ্যান্ডেলে


বন্যা পরিস্থিতি পরিদর্শনে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য়বিমার টাকা পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতিতে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে ও বিডিওদেরও সতর্ক হতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী।

বন্যা পরিস্থিতি পরিদর্শনে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য়বিমার টাকা পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতিতে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে ও বিডিওদেরও সতর্ক হতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী।

আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ধমানে বন্যা পরিস্থিতির পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "পুজোর ছুটি পড়লে বন্যা দুর্গতদের স্কুলে আশ্রয় দেওয়া হবে। বন্যা পরিস্থিতিতে সাধ্যমতো ত্রাণ দিচ্ছে প্রশাসন।" তিনি বলেন, "পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান, সেই ব্যবস্থা করার জন্য বলব। চাষিভাই-বোনদের চিন্তা করতে বারণ করব।" আবাস যোজনার তালিকায়ভুক্ত নয় যে সব বাড়ি, সেই বাড়ির মালিকরাও ক্ষতিপূরণ পাবেন।

সোমবারও বর্ধমানে গিয়ে ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "বাংলার অবস্থান নৌকোর মতো।" বিপদ বুঝলে আগেই সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। কারণ নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে।" মূর্তি, ভবন গড়ার থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর।





Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments