SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

পূর্ব বর্ধমানে! ঝিঙুটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত হলেন অনেকে ৷

বর্ধমানের খবর....এবং BREAKING News Today's www.samimsms.in & www.skmdsamimsms.online ..

            Bus Accident

দুটি বাসের আহত যাত্রীদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কয়েক জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ৩০ জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-বোলপুর টু বি জাতীয় সড়কের ঝিঙুটি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান-পালিগ্রাম রুটের একটি বাস বর্ধমানের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল বর্ধমান-ভোতা রুটের একটি বাস। ঝিঙুটি এলাকায় রাস্তার বাঁকে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন যাত্রীরা।দুটি বাসের আহত যাত্রীদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।ওই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, মোসলেম শেখ প্রমুখ জানিয়েছেন, দুটি বাসের গতি ছিল বেশ জোরেই ছিল। সেই কারণেই রাস্তার বাঁকের মুখে দুটি বাসেরই চালক নিয়ন্ত্রণ হারায়।

৷৷  দুই বাসের সংঘর্ষ বর্ধমানে জাতীয় সড়কে  ৷৷



               ৷৷  সংবাদ সুত্রে খবর ৷৷



Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments