আউসগ্রাম থানা. পূর্ব বর্ধমান |
এক গৃহবধূকে ছিল শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হলেন সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে ওই এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সেভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করেছে আউসগ্রাম থানার পুলিশ ওই থানাতেই কর্মরত ছিলেন তিনি তবে স্থানীয়দের একাংশের দাবি ওই সিভিক ভলেন্টিয়ার কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে
আউসগ্রামে নৃপতি গ্রামের বাসিন্দার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার স্থানীয় সূত্রে খবর নৃপতি গ্রামের দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল সেই ঝামেলার মেটাতে গ্রামে কয়েকজন সালাসি সভা বসিয়েছিলেন কিন্তু সেই খবর পেতেই বাধা দেন ওই সিভিক ভলেন্টিয়ার গ্রামবাসীদের তিনি জানান এই ধরনের সবার করার ক্ষেত্রে পুলিশের কোন নিয়ম নেই ৷ এই কথা জানিয়ে এলাকার ছাড়েন ওই সিভিক ভলেন্টিয়ার ৷ শুক্রবার রাতে স্থানীয় এক বধু আউসগ্রাম থানায় ওই সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ জানান মহিলার অভিযোগ অভিযুক্ত আগে থেকেই তার ওপর ও নজর দিতেন শুক্রবার সন্ধ্যায় ফাঁকা বাড়ি সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক তার বাড়িতে চড়াও হন
তাকে ছিল শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ ৷ সেই অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে যদিও ধৃত দাবি ওই পাড়ার বেআইনি চোরাই মদের কারবার চলে নিষেধ করায় বস যা হয়। এরপর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। জেলা পুলিশ সুপার আমন্ডপীর জানান এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করা হয় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে৷
তবে স্থানীয়দের একাংশে দাবী ওই সিভিক ভলেন্টিয়ার কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এলাকায় বিরিয়ানির চোরাই মদের কারবার বন্ধ করার চেষ্টা করছিলেন সেই কারণেই তাকে ফাঁসানো হয়েছে জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার প্রতিনিয়ত এলাকায় খবরাখবর থানায় জানাতেন ৷
সম্প্রতি আরজি করে মামলা চিকিৎসক কে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই আলোচনায় সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তি ও পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার চিকিৎসক খুনের নিঃসঙ্গতার ছবি দেখে শিউরে উঠেছে গোটা দেশ ৷ আবার সেই রেস কাটতে না কাটতেই পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির ছবি প্রকাশ্যে আছে রাতে ডিউটিতে থাকা এক মহিলার চক্রের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন। ওই সিভিক ভলেন্টিয়ার এছাড়াও কলকাতার বিটি রোডের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনেও এক সিভিক ভলেন্টিয়ার দাদাগিরির ছবি প্রকাশ্যে আছে৷ ৷
চলতি মাসের ঘোড়ার দিকেও ইসলামপুরে এক তৃণমূল নেতার ভাইজি কে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন একসিভিক ভলেন্টিয়ার ৷ আবার সেই আবহ সেই আবহাওয়া গ্রামের এই ঘটনা ঘটলো
0 Comments