![]() |
Toto and Vehicle Restriction 2024 |
আজ 8/10/2024 মঙ্গলবার থেকে 15/10/2024 পর্যন্ত বিকাল 4 টা থেকে রাত 1 টা পর্যন্ত শহরের মধ্যে প্রধান জি টি রোডের উপর দিয়ে কোনও টোটো, মোটর ভ্যান, GOODS VEHICLES (পণ্যবাহী যান) সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং আগামী 09.10.2024 থেকে 13.10.2024 পর্যন্ত বিকাল 4 টা থেকে পরের দিন ভোর 03.00hrs. পর্যন্ত শহরের মধ্যে প্রধান জি টি রোডের উপর দিয়ে কোনও টাউন সার্ভিস বাস এবং দুরপাল্লা গামী কোন বাস চলাচল করবে না ।
এর পরেও জিটি রোডের উপর দিয়ে কোনও টোটো, মোটর ভ্যান অথবা পণ্যবাহী যান কিংবা বাস/দূরপাল্লা গামী বাস চলাচল করে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ
0 Comments