SK MD SAMIM SMS --- BARDHAMAN NEWS

Hot Posts

6/recent/ticker-posts

মাটি উৎসব কাজে যোগ দিতে আসার পথে মৃত দুই

সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ গলসি : পানাগড় থেকে বর্ধমানের মাটি উৎসব-এর কাজ করতে আসার পথে পিকআপ ভ্যান উল্টে মারা গেলেন দুই শ্রমিক৷ পুলিশ জানিয়েছে , মৃতদের নাম অমর ক্ষেত্রপাল (৫০ ) ও শেখ হালু (৬০ )৷ প্রথম জনের বাড়ি কাঁকসা থানার পানাগড় এলাকার সুলকুনি পাড়ায়৷ অপরজন পানগড়ের মীরেপাড়ার বাসিন্দা৷ 




দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আরও ২২ জন আহত হয়েছেন৷ সকলেই পানাগড় ক্যানালপাড়া ও মাঝিপাড়া এলাকার বাসিন্দা৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , আহতদের মধ্যে তপন কোঁড়া ও রাজেন গড়াইয়ের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে বাজেয়ান্ত করেছে গলসি থানার পুলিশ৷ তবে চালক ও খালাসি পলাতক৷ নতুন বছরের শুরুতেই বর্ধমানের কৃষিখামারে শুরু হচ্ছে মাটি উত্সব৷ ২ জানুয়ারি মাটি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী৷ তারই প্রস্ত্ততি চলছে জোর কদমে৷ পানাগড় থেকে বেশ কিছু শ্রমিক সেই কাজে যোগ দিতে আসছিলেন বর্ধমানে৷ সেই সময় গলসি থানার সারুল মোড়ের কাছে গাড়িটি উল্টে গেলে দু’জনের মৃত্যু হয়৷ গলসি থানার ওসি রাকেশ সিং বলেন , ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়৷ আশপাশের বাসিন্দারাও এগিয়ে এসে উদ্ধার কাজে পুলিশকে সাহায্য করেন৷ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ পরে খবর পাই , দু’জনের মৃত্যু হয়েছে৷ গাড়িটি বাজেয়ান্ত করা হয়েছে৷ চালকের খোঁজ চলছে৷ ’ জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন , ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক৷ তবে মাটি উত্সবের কাজের জন্য বিভিন্ন ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট সংস্থা কোথা থেকে কী ভাবে শ্রমিকদের এনে কাজ করাচ্ছে তা আমাদের জানা নেই৷ ’ এদিন সকালে পিকআপ ভ্যানটি দুর্গাপুরের দিক থেকে আসছিল৷ রাস্তা থেকে বেআইনি ভাবে যাত্রী তুলে দ্রুত গতিতে বর্ধমান আসার সময় সারুল মোড়ের কাছে একটি ভলভো বাসকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়৷ ভ্যানটিতে কমবেশি ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল বলে পুলিশ জানতে পেরেছে৷ খবর পেয়ে গলসি থানার পুলিশের টহলদারি ভ্যান দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়৷ কয়েক জনের আঘাত অল্প থাকায় তাঁদের স্থানীয় ভাবে চিকিত্সা করানো হয়৷ বাকিদের অন্য গাড়িতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই দু’জনের মৃত্যু হয়৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অশোক কোঁড়া নামে এক শ্রমিক বলেন , ‘সকালে আমরা পানাগড় মোড়ে দাঁড়িয়েছিলাম৷ ১৫ টাকা করে নেবে এই শর্তে আমরা ২৮ জন গাড়িটিতে চেপে ছিলাম৷ খুব জোরেই আসছিল পিকআপ ভ্যানটি৷ গলসির কাছে এসে একটা বাসকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি উল্টে গেল৷ তার পর আর কিছু মনে নেই৷ ’ লাল্টু কোঁড়া , মন্টু কোঁড়া বলেন , ‘আমরা কৃষি খামারে কাজ করতে যাচ্ছিলাম৷ দুর্ঘটনার পর ঠিকাদার সংস্থাকে জানিয়েছিলাম৷ ওদের লোকজনও এসেছিলেন৷ কিন্ত্ত সাংবাদিকরা খোঁজখবর করতেই ওঁরা পালিয়ে যান৷ ’ফের জাতীয় সড়কে দুর্ঘটনা৷
News Update:

Sk Md Samim sms 


॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥


Author Image

লেখক: [তোমার নাম]

আমি [তোমার নাম], Breaking News Todays-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান লেখক। আমরা আপডেটেড এবং নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করি।

📧 ইমেইল: your@email.com

🌐 ওয়েবসাইট: Breaking News Todays

🔵 ফেসবুক | 🐦 টুইটার | 📸 ইনস্টাগ্রাম

Post a Comment

0 Comments