সেখ মহাঃ সামিম sms ডেক্সঃ কৈতারা সেতু ভেঙে গলসি-আদড়াহাটী রুটে বন্ধ যান চলাচল ।
গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জরাজীর্ণ একটি সেতুর একাংশ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন গলসির আদড়াহাটীর বিস্তৃর্ণ এলাকার সঙ্গে। শনিবার সকালে গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জীর্ণ ব্রিজটির একাংশ ভেঙে পড়লে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন মুমূর্ষু রোগী থেকে নিত্যযাত্রীরা।
আদড়াহাটী থেকে জেলার বিভিন্ন রুটে ২০ টিরও বেশী বাস চলাচল করে। পাথরহাটি, সুন্দুলপুর,গোহ গ্রাম, পুরাতন গ্রাম কৈতারা সেতুর একাংশ ভেঙে যাওয়া বন্ধ বাস পরিষেবা সহ অনান্য যানবাহন চলাচলও। জেলার মূল অংশ থেকে আদড়াহাটী সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ ওভারলডেড বালির লরির যাতায়াতের ফলেই কৈতারা সেতুটি ভেঙ্গে পড়ে .....
News Update:
Sk Md Samim sms
MY MP3 WEB DWONLOAD
॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥
গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জরাজীর্ণ একটি সেতুর একাংশ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন গলসির আদড়াহাটীর বিস্তৃর্ণ এলাকার সঙ্গে। শনিবার সকালে গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জীর্ণ ব্রিজটির একাংশ ভেঙে পড়লে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন মুমূর্ষু রোগী থেকে নিত্যযাত্রীরা।
আদড়াহাটী থেকে জেলার বিভিন্ন রুটে ২০ টিরও বেশী বাস চলাচল করে। পাথরহাটি, সুন্দুলপুর,গোহ গ্রাম, পুরাতন গ্রাম কৈতারা সেতুর একাংশ ভেঙে যাওয়া বন্ধ বাস পরিষেবা সহ অনান্য যানবাহন চলাচলও। জেলার মূল অংশ থেকে আদড়াহাটী সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে পড়েছিল গলসি থেকে আদরাহাটির সংযোগকারী সেতুটি৷ শনিবার সকালে আচমকাই সেতুর মাঝে একটি বড় গর্তের সৃষ্টি হয়৷ অত্যন্ত সংকীর্ণ ওই সেতুতে বড় গর্ত হওয়ায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷ এর ফলে আদরাহটি , গোহগ্রাম -সহ বেশ কিছু গ্রামের মানুষদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ আদরাহাটি ভায়া গোহগ্রাম রুটে মোট ২২টি বাস চলাচল করে৷ সমস্ত বাস বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার গ্রামবাসী সমস্যার মধ্যে পড়েছেন৷ গলসি চৌমাথা থেকে আদরাহাটি যাওয়ার গুরুত্বপূর্ণ এই সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল৷ স্থানীয় পঞ্চায়েতের কাছেও বার বার এলাকার বাসিন্দারা ব্রিজটি মেরামতির জন্য দরবার করেছেন৷ কিন্তু বাসিন্দাদের দাবিকে সে ভাবে গুরুত্ব না দেওয়ায় আজ যান চলাচল বন্ধ হয়ে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা৷ এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা৷ তাঁদের অভিযোগ , দামোদর থেকে বালির ভারী গাড়ি যাতায়াত করার ফলেই ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে৷ প্রশাসনকে বার বার জানিয়েও ভারী গাড়ি নিয়ন্ত্রণ করা যায়নি৷ এই পরিস্থিতিতে দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা৷ ভারী গাড়ি যাতায়াতের কারণেই ব্রিজ দুর্বল হয়ে পড়েছে , এ কথা স্বীকার করে নিয়েছেন আদরাহাটি পঞ্চায়েতের উপপ্রধান অজয় লাহা৷ তিনি বলেন , ‘সেতুটির অবস্থা সত্যিই খারাপ ছিল৷ গ্রামবাসীরা বিষয়টি আমাদের জানানোর পর বিডিওকে জানিয়েছিলাম৷ ব্রিজ মেরামতির মতো টাকা আমাদের পঞ্চায়েতের হাতে নেই৷ ভারী গাড়ি যাতায়াতের কারণেই আরও দ্রুত সেতুটি দুর্বল হয়ে পড়েছে৷ ’ গলসি -২ বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন , ‘সেতুটি ভেঙে পড়ে গিয়েছে , এমনটা নয়৷ সেতুর একাংশের ঢালাই অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ আমি খবর পাওয়ার পরেই এলাকায় গিয়ে দেখে এসেছি৷ পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম৷ আমরা সেতুটির দু’মাথায় চার জন সিভিক ভলান্টিয়ার দিয়েছি৷ এখন শুধুমাত্র দু’চাকা ও অ্যাম্বুল্যান্স ছাড়া অন্য কোনও গাড়ি যাতায়াত করবে না৷ বিপজ্জনক সেতুর বোর্ডও আমরা লাগিয়ে দিয়েছি৷ পূর্ত দন্তরের সঙ্গে আমাদের কথা হয়েছে৷ সেতুটিকে সারানোর পাশাপাশি এর পাশেই আরও একটি নতুন সেতু তৈরির কথা হয়েছে৷ রবিবার পূর্ত দন্তরের আধিকারিকরা এসে এলাকা পরিদর্শনের পরেই আমরা দ্রুত ব্যবস্থা নেব এ বিষয়ে৷ রাস্তা তৈরির জন্য পাথর বোঝাই লরি , রোলার এইসব যাওয়াতেও ক্ষতিগ্রস্থ হয়েছে সেতুটি৷ ’গলসির বাসিন্দা শেখ আতিউর বলেন , ‘এই সেতু সারানোর জন্য পঞ্চায়েত এবং বিডিও -র কাছে বার বার আবেদন জানানো হয়েছে৷ বালির গাড়ি থেকে অন্য ভারী যানবাহন এত বেশি যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে তার কোনও নিয়ন্ত্রণ ছিল না৷ এ ভাবে গাড়ি চলতে থাকলে যে কোনও দিন পুরো ব্রিজটা ভেঙে যেতে পারত৷ এখন গর্ত হওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেল৷ হাজার হাজার মানুষের সমস্যার কথা ভেবে দ্রুত সেতুটি মেরামতির দাবি জানাচ্ছি৷ ’ আদরাহাটির বাসিন্দা আতাউল হক বলেন , ‘গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়াই এখন প্রধান সমস্যা৷ আগে থেকে ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যা হত না৷ ’সেতুর মাঝে গর্ত হওয়ায় বন্ধ যান চলাচল
এলাকাবাসীর অভিযোগ ওভারলডেড বালির লরির যাতায়াতের ফলেই কৈতারা সেতুটি ভেঙ্গে পড়ে .....
News Update:
Sk Md Samim sms
MY MP3 WEB DWONLOAD
॥প্রতিটি তাজা আপডেট পেতে Facebook Page এ search করুন Sk Md Samim sms এবং Like করুন ॥
0 Comments